মেঘ -রোদ

DSC00327

রোদের  সাথে  মেঘের প্রথম দেখা

দুরু দুরু উঠল করে বুক ,

আলোর ঝিলিক মেঘের ফাঁকে ফাঁকে

প্রথম দেখায় কেন এত সুখ?

মনের গহীন  অন্ধকারে মেঘ

খুঁজে পাগল সুখের ঠিকানা,

রোদের ও যে হৃদয় টলমল

মেঘের পানে  যায় ছুটে তখনা।

হাজার হাজার  মেঘের মাঝে

রোদের লুটোপুটি,

দুষ্টু হেসে মিষ্টি চোখে কত না খুনসুটি ।

সইল না তা ,অভিমানী

একটি কাজল মেঘের,

হারিয়ে গেল অশ্রু ফেলে

নীল নীলিমার দেশে ।।

2 Comments Add yours

  1. jayatisblog says:

    Thanks Suman 🙂 🙂

    Like

  2. too good
    You need to compose more often

    Like

Leave a comment